দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন সংরক্ষিত আসনে তারাই অগ্রাধিকার পাবে

দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন সংরক্ষিত আসনে তারাই অগ্রাধিকার পাবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

বুধবার সকা‌লে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার রাজ‌নৈ‌তিক কার্যালয়ে মনোনয়ন বিতরণ ও জমাদান কার্যক্রম মনিটরিং শেষে বের হ‌য়ে যাওয়ার প‌থে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন। প্রথম দিনে গতকাল  ৬২৪টি মনানয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ দ্বিতীয় দিনে ফরম জমা নিচ্ছে দলটি।

এক প্রশ্নের জবা‌বে ওবায়দুল কা‌দের ব‌লেন, রাজপ‌থে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতীক্ষা ছাড়াও সাংস্কৃ‌তিক অঙ্গ‌নের ব্যক্তিরাও নির্বাচন‌কে সাম‌নে রে‌খে কাজ ক‌রে‌ছে। তারা সারা‌দে‌শে ভা‌লো ভু‌মিকা রে‌খে‌ছে। সে জন্য তা‌দেরও মূল্যায়ন কর‌তে হ‌বে।