‘তদন্ত বন্ধে সুপ্রিম কোর্টের চিঠি আইনসম্মত নয়’

‘তদন্ত বন্ধে সুপ্রিম কোর্টের চিঠি আইনসম্মত নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের তদন্ত বন্ধে সুপ্রিম কোর্টের চিঠি আইনসম্মত নয় বলে মত দিয়েছেন দুই অ্যামিকাস কিউরি। দুপুরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে. বি. এম. হাসানের হাইকোর্ট বেঞ্চে এ অভিমত দেন অ্যামিকাস কিউরি প্রবীর নিয়োগী ও এম আমিনউদ্দিন।

সাবেক ওই বিচারপতির কাছে সম্পদের তথ্য চেয়ে দুদকের নোটিশের ৪টি বিষয়ে আপত্তি জানায় হাইকোর্ট। এর মধ্যে রয়েছে সাত বছর আগে সামাজিক বিভিন্ন কাজে বিচারপতি জয়নুলের দেওয়া চাঁদা ও সন্তানদের পড়ালেখার খরচের রশিদ সংগ্রহে থাকার বিষয়টিও।

এটি কতোটা বাস্তবসম্মত, আদালতের এ রকম প্রশ্নে দুদকের আইনজীবী জানান মূলত, স্বচ্ছ তদন্তের প্রয়োজনেই এগুলো চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শুনানী মুলতবি করেন হাইকোর্ট।