ডেঙ্গু রোগীদের চাপে রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা সংকট, আইসিইউয়ের জন্য হাহাকার

ডেঙ্গু রোগীদের চাপে রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা সংকট, আইসিইউয়ের জন্য হাহাকার

শেয়ার করুন

TOPSHOT-FBL-EURO-2020-2021-ITALY

ডেঙ্গুর চিকিৎসা দিতে হিমশিম রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় বাড়ছেই। খালি নেই সাধারণ বেড। চলছে আইসিইউয়ের জন্য হাহাকার। করোনার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে আতংকিত নগরবাসী। কমছে না মশার প্রকোপ। এ অবস্থায় আবরো নগরবাসীর সচেতনতার ওপর জোর দেন ঢাকা উত্তরের মেয়র আতিক।

চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেশি। তাই শিশুরা যাতে অক্রান্ত না হয়, সে জন্য প্রতিটি বাসায় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের উপসর্গ সম্পর্কে তাঁরা বলছেন, জ্বর, মাথাব্যথা, চোখব্যথা, মাংস পেশিতে ব্যথা, শরীরে র‌্যাশ ওঠা, মুখ থেকে রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া, শরীরে পানি আসা। এসব লক্ষণ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কিছুদিন ধরে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করলেও প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার জন।