ট্রাম্প-কিম বৈঠকের আগে উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-কিম বৈঠকের আগে উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আগে আবারো উত্তর কোরিয়া গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি জানান বৈঠকের বিষয়ে তাদের পরিকল্পনা চূড়ান্ত করতেই দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করছেন তিনি।

পম্পেও আরো জানান তিনি আশা করেন উত্তর কোরিয়া সঠিক কাজটিই করবে এবং তাদের দেশে আটক তিন মার্কিন নাগরিককে মুক্ত করে দেবে।

গত মাসে মাইক পম্পেও প্রথমবার উত্তর কোরিয়া সফর করেছিলেন সিআইএ প্রধান হিসেবে। এবার গেলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি এবং কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

আগ্রহী উত্তর কোরিয়াও। পম্পেও জানান দুদেশের মধ্যে বৈঠক সফল করতে সব ধরণের উদোগ নেয়া হয়েছে। চলতি মাস বা আগামী জুন মাসের শুরুতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।