ট্রাম্পকে যুক্তরাজ্য সফরে আমন্ত্রণ জানানো হবে

ট্রাম্পকে যুক্তরাজ্য সফরে আমন্ত্রণ জানানো হবে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অবশেষে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্য সফরে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে ব্রিটেন সরকার। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখতে ট্রাম্পকেও যুক্তরাজ্য সফরে আমন্ত্রণ জানানোর কথা ভাবছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র জানান, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে জানানোর বিষয়টি তাদের বিবেচনাধীন রয়েছে।

অথচ চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার ব্যাপারে ব্রিটিশ এমপিরা একটি বিতর্কে অংশ নেন। মূলত অনলাইনে একটি পিটিশনে ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার জন্য প্রায় অর্ধকোটি ব্রিটিশ নাগরিক আবেদন করেছিলেন।

তবে গত ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয় লাভের পর সে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।