ট্রাম্পকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছেদ না করার আহ্বান

ট্রাম্পকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছেদ না করার আহ্বান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইরানের সংগে করা পরমাণূ চুক্তির ব্যপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংগে কথা বলেছেন যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আলাপকালে ইরানের সংগে করা পরমাণূ চুক্তি থেকে বেরিয়ে না আসতে ট্রাম্পের প্রতি আহবান জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সংগে করা এই চুক্তিতে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক পরিক্ষা সীমিত করতে রাজি হয় ইরান।চুক্তি থেকে সরে না আসতে ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা ১২ই মে পর্যন্ত সময় পাবেন।

এর আগে পরমাণূ চুক্তিকে পাগলামী বলে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করেন ট্রাম্প।ওবামা প্রশাসনের সময় উপেক্ষিত এই চুক্তিকে রক্ষায় পর্দার অন্তরালে থেকে কাজ করে যাচ্ছে বিট্রেন ফ্রান্স ও জার্মানী।চীন ও রাশিয়াকে এই চূক্তিতে স্বাক্ষরদাতা দেশ হিসেবে রাখা হয়েছে।