টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গড়লেন গেইল

টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গড়লেন গেইল

শেয়ার করুন

gayle_chrisডেস্ক রিপোর্ট:

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে চার ছক্কা হাকিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একশ’ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন তিনি।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ খেলেছিলেন ক্রিস গেইল। এরপর আর টি-টোয়েন্টিতে ক্যারিবীয় জার্সিতে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর ফিরেই নিজের জাত চেনালেন তিনি।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সি গেইল। সব মিলিয়ে এখন গেইলের ছক্কার সংখ্যা ১০৩। ৯১টি ছক্কা হাকিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।