টি-টুয়েন্টিতেও ধবল ধোলাই

টি-টুয়েন্টিতেও ধবল ধোলাই

শেয়ার করুন

shakibস্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৩ রানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। প্রোটিয়াদের দেয়া ২২৫ রানের টার্গেটে মাত্র ১৪১ রান করতে সক্ষম হয় টাইগাররা।

পোচেফস্ট্রমে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংযে পাঠান অধিনায়ক সাকিব। দলীয় ৩৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে হোচট খায় দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে ডি ভিলিয়ার্স ফিরলে চাপে পড়ে তারা। তবে হাশিম আমলাকে সঙ্গে নিয়ে চাপ সামলে ওঠেন ডেভিড মিলার। তাসকিন, রুবেল সাইফউদ্দিদের উপর ব্যাটিং তান্ডব চালান মিলার।

মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মিলার। আমলার ৮৫ ও মিলারের অপরাজিত ১০১ রানে ৪ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। সাকিব, সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। জবাবে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগরে রেখে সামলে নেয়ার চেস্টা করেন সৌম্য সরকার।

ব্যক্তিগত ৪৪ রানে সৌম্য ফিরলে সেই প্রচেস্টাও ব্যর্থ হয় টাইগারদের। শেষ পর্যন্ত ১৪১ রানে গুটিয়ে যায় সাকিবদের ইনিংস। মাহমুদউল্লাহ করেন ২৪। ডুমিনি ও ফাঙ্গিসো নেন ২টি করে উইকেট।