টানা তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল

টানা তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল

শেয়ার করুন

Real_Mardird_Reutersস্পোর্টস ডেস্ক :

টানা তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনকে।

টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের সামনে সুযোগ ছিল ক্লাব বিশ্বকাপের টানা তৃতীয় শিরোপা জয়ের। সেই ইতিহাস ছোয়ার সুযোগ ভাল ভাবেই কাজে লাগিয়েছে রিয়াল।

আবুধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটিতে খেলার শুরু থেকেই দাপট দেখায় স্প্যানিশ জায়ান্টরা। ১৬ মিনিটে লুকা মদ্রিচ গোল করে এগিয়ে নেন রিয়ালকে।

দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা বিরতি পর। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। ৭৯ মিনিটে সার্জিও রামোস দলের স্কোর তিনে নিয়ে যান।

৮৬ মিনিটে জাপানিজ ডিফেন্ডার শিওতানি গোল করে আল আইনের হয়ে ব্যবধান কমান। আর ইনজুরি টাইমে ইয়াহিয়া নাদেরের আত্নঘানি গোলের সুবাদে ৪-১ গোলের বড় জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠেন রিয়াল সমর্থকরা।

এর মধ্যদিয়ে বার্সেলোনার তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করেলো রিয়াল। অন্যদিকে, আমিরাতের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য অর্জন করে ইতিহাস রচনায় ব্যর্থ হলো আল আইন।