ঝড়-বৃষ্টি দিয়ে শুরু রাজধানীবাসীর সকাল

ঝড়-বৃষ্টি দিয়ে শুরু রাজধানীবাসীর সকাল

শেয়ার করুন

springweather_456px

নিজস্ব প্রতিবেদক:

রোববার সকালটা ঝড়বৃষ্টি দিয়ে শুরু করেছে রাজধানীবাসী। আজ সকালে সূর্য ওঠার পরও আকাশটা কিছুটা মেঘলা ছিল। তারপর আস্তে আস্তে আকাশে মেঘ জমতে শুরু করে।

কালো মেঘের সেই ঘনঘটায় একটা সময় মনে হচ্ছিল যেন সন্ধ্যা নেমে গেছে। চারপাশ অন্ধকার হয়ে যায়। তারপর শুরু হয় ঝড় সঙ্গে মুষলধারে বৃষ্টি, থেমে থেমে বজ্রপাত।

সকাল ৮টার পর থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি-বজ্রপাত চলে প্রায় এক ঘণ্টা। এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়।