জোড়া সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

জোড়া সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

শেয়ার করুন

shakib-mahmudullahএটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশের পক্ষে যে কোন উইকেটে সাকিব ও মাহমুদউল্লাহর রেকর্ড পার্টনারশিপ। সঙ্গে জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশে।

গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। ২৬৬ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ, ইনিংসের দ্বিতীয় বলে শুণ্য রানে ইনফর্ম তামিম ইকবাল উইকেট হারায়। এরপর স্কোরবোর্ডে ৩৩ রান উঠতেই সাব্বির-সৌম্য ও মুশফিকের বিদায়ে অথই সাগরে পড়ে বাংলাদেশ।

তবে, এরপর সাকিব ও মাহমুদউল্লার দারুণ পার্টনারশিপের সঙ্গে জোড়া সেঞ্চুরিতে ১৬ বল বাকি রেখে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। শুধু পঞ্চম উইকেটে নয়, যেকোন উইকেটে ২২৪ রান রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশের। সাকিব ১১৪ রানে আউট হলেও ১০২ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।

এরআগে কার্ডিফে টস জিতে ব্যাট করা নিউজিল্যান্ড প্রথম ১০ ওভারে লুক রনকির উইকেট হারিয়ে ৬০ রান তোল। তবে শেষদিকে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রীত বোলিং ৮ উইকেটে ২৬৫ রান করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৫৭ ও টেলর করেন ৬৩ রান। মোসাদ্দেক ৩টি ও তাসকিন নেন ২টি উইকেট।