জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করবেন ট্রাম্প

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করবেন ট্রাম্প

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, উদ্বোধনকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা। আজ সোমবার এক ভিডিও বার্তার মাধ্যমে দূতাবাসটির উদ্বোধন করবে মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প।

এরই মধ্যে ইসরায়েলে উধ্বর্তন মর্কিন কর্মকর্তারা অবস্থান করছেন। ট্রাম্পের কন্যা ইভানকা ও জামাতা জার্ড কুশনার উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্পের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে, মার্কিন দূতাবাসের উদ্বোধনকে ঘিরে গাজা উপত্যকার সীমান্তে সেনা সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।।এই কড়াকড়ির মধ্যেও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়।