‘জিতল ঢাকা দেখল দেশ’

‘জিতল ঢাকা দেখল দেশ’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিপিএলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হলো ঢাকা ডাইনামাইটস। শুক্রবার ফাইনালে ঢাকা ৫৬ রানে হারিয়েছে রাজশাহী কিংসকে। ঢাকার দেয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজশাহীর ইংনিস শেষ হয় ১০৩ রানে।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার এভিন লুইস ৪৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখা অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা করেন ৩৬ রান । শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা।

ফরহাদ রেজা নেন ৩ উইকেট। জবাবে মুমিনুল হকের ২৭, সাব্বির রহমানের ২৬ ও সামিত প্যাটেলের ১৭ রান ছাড়া বাকি কেউই দুই অংকে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় রাজশাহী কিংস।

আবু জায়েদ, সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হন কুমার সাঙ্গাকারা এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইটাইন্সের মাহমুদউল্লাহ রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (মেহেদী মারুফ ৮, লুইস ৪৫, নাসির ৫, মোসাদ্দেক ৫, সাঙ্গাকারা ৩৬, ব্রাভো ১৩, রাসেল ৮, সাকিব ১২, আলাউদ্দিন ১, সানজামুল ১২*, জাইদ ০*; উইলিয়ামস ১/৩৬, ফরহাদ ৩/২৮, মেহেদী মিরাজ ১/২২, আফিফ ১/২৩, স্যামি ১/২২, নাজমুল ০/১৩, প্যাটেল ১/৮।
রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩/৯ (নুরুল ৫, মুমিনুল ২৭, সাব্বির ২৬, প্যাটেল ১৭, ফ্র্যাঙ্কলিন ৫, স্যামি ৬, আফিফ ৪*, মেহেদী মিরাজ ১, ফরহাদ ২, উইলিয়ামস (রিটায়ার্ড হার্ট) ৪, নাজমুল ১; জাইদ ২/১২, রাসেল ১/২১, সাকিব ২/৩০, ব্রাভো ১/২০, সানজামুল ২/১৭)।
ফল: ঢাকা ৫৬ রানে জয়ী।