জিততে হলে তিন বিভাগেই ভাল করতে হবে: তাসকিন

জিততে হলে তিন বিভাগেই ভাল করতে হবে: তাসকিন

শেয়ার করুন

taskin-ahmed তাসকিন

স্পোর্টস ডেস্ক

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই শ্রেয়তর পারফরমেন্স করতে পারলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে না বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। এদিকে, সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে র‌্যাকিংয়ে তিন ওঠা সম্ভব বাংলাদেশের।

বেশকিছু দিন ধরে সময়টা ভাল যাচ্ছে না তাসকিন আহমেদের। বোলিংয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ এই পেসার। সবশেষ নিদাহাস ট্রফিতেও সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছে বেশ কটি ম্যাচ।

চেনা তাসকিনকে চেনা রিদমে না পাওয়ার কারণ এভাবে জানালেন তিনি। এদিকে, ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে সিরিজ কঠিন হবে অন্য সবার মতো তাসকিনও মানেন বিষয়টা। মাশরাফী, সাকিব, মুশফিক, তামিম এবং রিয়াদদের যোগ্য উত্তরসুরি পেতে হিমশিম খেতে হচ্ছে বোর্ডের।

সেই কারণটাও জানিয়েছেন তিনি। বিয়ে পরবর্তী সময়ে ইনজুরি যেন পিছু ছাড়ছে না তাসকিনের। পুরানো পিঠের আঘাত তাকে কাবু করেছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে হারানো ফর্মে ফিরতে বদ্ধপরিকর তিনি।