জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে নিখোঁজ ১২

জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে নিখোঁজ ১২

শেয়ার করুন

জন্মাষ্টমীমাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের সিদ্দিকখোলা কুমার নদীতে জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে অন্তত ১২জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ভানুমতি বালা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদসর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ জানান, মাদারীপুর শহরে জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বীর অসংখ্য মানুষ এসেছিল অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে  সদরপুর জেলার কেন্দ্রীয় ইউনিয়নে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে অপর ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, যতটুকু জানতে পেরেছেন বিপরীত দিক থেকে আসা ট্রলারটিতে ডুবে যাওয়া ট্রলারের অনেক যাত্রীকে ওঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে ১২-১৩ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা অসুস্থ ২-৩ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে হাসপাতালে নেয়া ভানুমতি বালা (৬০) নামের এক নারী মারা গেছেন বলে নিশ্চিত করছেন কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার।

কুমার নদীর বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন তল্লাশি চালাচ্ছে।