ছায়েদুল হকের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছায়েদুল হকের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন

pid

নিজস্ব প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯ টার পর, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষ বারের মত আনা হয় ছায়েদুল হককে। এ সময় প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি হিসেবে আলাদাভাবে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

এর আগে, মুক্তিযোদ্ধা ছায়েদুল হককে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সংসদের দক্ষিণ প্লাজাতেই অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম নামাজে জানাজা। তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি পূর্বভাগে তৃতীয় জানাজার পর, পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে প্রয়াত এই রাজনীতিবিদকে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।