ছাত্রলীগের কাউন্সিল: থাকছে না সিন্ডিকেটের দৌরাত্ব

ছাত্রলীগের কাউন্সিল: থাকছে না সিন্ডিকেটের দৌরাত্ব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দুদিনের পর্বেই ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় কাউন্সিল। এবার ভোট নয়, সিলেকশনে আসছে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। থাকছে না সিন্ডিকেটের দৌরাত্ব। ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন। প্রস্তুতিও প্রায় শেষ। দৌড়ঝাপ চলছে পদ প্রত্যাশী সম্ভাব্য নেতাদের।

সম্মেলনের আগে এবারো আলোচনার কেন্দ্রে সিন্ডিকেট। ২০০৬ থেকে নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকেই চলছে সিন্ডিকেটের দৌরাত্ব। তাই নেতৃত্বের যোগ্যতা থাকার পরও ছিটকে পড়েন অনেকে। তবে, রাজনৈতিক ক্যারিয়ারের ঝুকিতে এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। স্বীকার করতে চান না মূল দলের নেতারাও।

সিন্ডিকেটের বিরুদ্ধে এবার সোচ্চার খোদ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়। দলীয় সূত্রগুলো বলছে, সিন্ডিকেটের কারণে, সব সময় যোগ্যরা টিকতে পারে না। তাই, ছাত্রলীগের কারা শীর্ষ পদে আসবে, তা ঠিক করতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগ্রহী প্রার্থীদের সম্পর্কে খোজ খবর নিচ্ছেন তিনি, দেখছেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড।

শুধু কেন্দ্র নয়, সিন্ডিকেটের মুক্ত কমিটি গঠন হচ্ছে ঢাকার অন্য শাখাও। তাই সম্মেলনের শেষ হলেও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব ঠিক করতে দেরি হচ্ছে, চলছে বিচার বিশ্লেষণ।