চীন-ভারত দ্বন্দ্ব: সামরিক হামলার হুমকি চীনের

চীন-ভারত দ্বন্দ্ব: সামরিক হামলার হুমকি চীনের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ডোকালাম এলাকা থেকে ভারতীয় সেনা না সরালে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে ভারতকে বার বার সতর্ক করছে চীন। কখনও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়, কখনও প্রতিরক্ষা মন্ত্রণালয়, কখনও চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একি সতর্কবার্তা দেয়া হচ্ছে। তবে এসব হুমকি অগ্রাহ্য করছে ভারতীয় কর্তৃপক্ষ।

সম্প্রতি ভৌগলিক সীমারেখা নিয়ে দ্বন্দ্ব চলছে চীন ও ভারতের মধ্যে। ১৯৬২ সালের মতো চীনের সঙ্গে ভারতের আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি চীনের সামরিক কর্তৃপক্ষ ভারতকে ১৯৬২ সালের যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছেন।

তবে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, ১৯৬২ সালের ভারতের সঙ্গে ২০১৭ সালের ভারতকে এক করলে অনেক বড় ভুল করবে চীন। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন বেশ এগিয়ে। দু-দেশের হাতেই আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে।

মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় চীন ভারতের চেয়ে বেশ এগিয়ে। এয়ারক্র্যাফটের সংখ্যায় চীন ভারতের চেয়ে খুব বেশি এগিয়ে নয়। তবে চীন এবং ভারতের মতো দুটি দায়িত্বশীল রাষ্ট্র পরমাণু যুদ্ধে জড়াবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।