চবি’তে প্রশ্নপত্র ফাঁস: ছাত্রলীগের এক নেতাসহ ২ শিক্ষার্থী বহিষ্কার

চবি’তে প্রশ্নপত্র ফাঁস: ছাত্রলীগের এক নেতাসহ ২ শিক্ষার্থী বহিষ্কার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলো, ইংরেজী বিভাগের ছাত্র শরীফুল ইসলাম নাজমুল এবং ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও মার্কেটিং বিভাগের ছাত্র ইশতিয়াক আহমেদ সৌরভ।

উপাচার্যের নির্বাহী ক্ষমতায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। তাদেরকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের দিন ২টি ইলেকট্টনিক ডিভাইসসহ শরীফুল ইসলাম নাজমুলকে আটক করে পুলিশ।

তার দেয়া তথ্যে আটক করা হয় ইশতিয়াককে। ইশতিয়াকের কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া যায়।