ঘূর্ণিঝড় জাওয়াদ: উপকূলে বিরূপ আবহাওয়া, বৃষ্টি হতে পারে আরো দু–এক দিন

ঘূর্ণিঝড় জাওয়াদ: উপকূলে বিরূপ আবহাওয়া, বৃষ্টি হতে পারে আরো দু–এক দিন

শেয়ার করুন

Weather

।। নিজস্ব প্রতিবেদক।।

ঘূর্ণিঝড়জাওয়াদক্রমে দুর্বল হয়ে পড়ছে। রোববারের মধ্যে এটি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

তবে এর প্রভাবে বাংলাদেশ ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুএক দিন ওই বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে দেশের উপকূলীয় এলাকাজুড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়াবিদ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এদিকে জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের উপকলীয় এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালী, বরগুনা সাতক্ষীরার অধিকাংশ স্থানে গতকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বেড়েছে ঝোড়ো বাতাসের চাপ। 

সাতক্ষীরার নদনদীতে পানির উচ্চতা দুই ফুট বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে একই স্থানে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। 

বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই মাছধরা সকল ট্রলার ছোট নৌযানগুলোকে নদী বা সমুদ্রে না গিয়ে নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে মানা করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে রোববার থেকে বাংলাদেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টি শুরু হতে পারে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে বাংলাদেশ বা অন্য কোনো দেশে আঘাত করবে কি না, তা এখনো নিশ্চিত না।