ঘণ ধোঁয়াশায় ছেয়ে গেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

ঘণ ধোঁয়াশায় ছেয়ে গেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। আর তাই জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। নয়াদিল্লিতে দূষণকারী বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫ উপাদানটির মাত্রা ৭০৩–এ পৌঁছেছে। এই মাত্রা ৩০০–এর ওপরে গেলেই ক্ষতিকর বলে বিবেচনা করা হয়।

প্রতিবেশী পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা জমিতে থাকা খড়ের নাড়া পোড়ানোর কারণে ধোয়া আরো বেড়েছে। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

দিল্লির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, সড়কে গাড়ি পার্কিংয়ের ভাড়া বর্তমানের তুলনায় চারগুন বাড়ানোর পরিকল্পনা করছে সুপ্রিম কোর্ট গঠিত পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু নয়াদিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগর ঘোষণা করে।