গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোশাক কারখানার কর্মকর্তা-কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোশাক কারখানার কর্মকর্তা-কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

শেয়ার করুন
Screenshot (286)
।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।
গাজীপরের তিন সড়ক এলাকায় পোশাক কারখানার কিছু কর্মকর্তার ৭ মাস ও কিছু কর্মকর্তার ১১ মাসের বকেয়া বেতনের দাবীতে স্টাইল ক্রাফট লিমিটেড কারখানার সহস্রাধিক কর্মকর্তা-কর্মী কারখানার সামনে ২য় দিনের মতো ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেছে।
কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শিল্প-পুলিশ জানায়, স্টাইল ক্রাফট কারখানা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেই দিচ্ছি বলে কালক্ষেপন করে আসছিল ।
এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করে। এতেও কোন ফলাফল না পেয়ে তারা গতকাল সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও পরে কারখানার সামনে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে তারা ঢাকা- জয়দেবপুর সড়কে বসে বিক্ষোভ করতে থাকে। পরে প্রশাসনের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দিলেও আজ সকাল থেকে আবারও তারা আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে যা এখনও চলামান আছে।
বিক্ষোভরত শ্রমিকরা জানায় আজ তাদের বেতন পরিশোধ না করলে কাল আবারও তারা রাস্তায় নামবে এবং সড়ক অবরোধ করবে।