গাজীপুরের টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে কয়েকশো ঘর

গাজীপুরের টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে কয়েকশো ঘর

শেয়ার করুন
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লাগা আগুন প্রায় দুই ঘণ্টা চেষ্টার নিয়ন্ত্রণে এনেছে  ফায়ার সার্ভিস । আগুনে পুড়ে গেছে বস্তির প্রায় দুই শতাধিক ঘর ।  তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
Screenshot (463)

।। গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ‘টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে চারটি ইউনিট টঙ্গী ফায়ার সার্ভিসের। বাকি চারটি ইউনিট রাজধানীর উত্তরা এসেছে।

শনিবার ভোর চারটার দিকে টঙ্গীর বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোররাত চারটার দিকে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।