গাজায় ইসারায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসারায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

0d83c47ddee64672bb9609aba323bce9_18বিশ্বসংবাদ ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫শ জন। শুক্রবার ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহতের গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৮৯ জন। এদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমি অধিকারের দাবিতে নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সীমান্ত এলাকায় জড়ো হয় ১০ হাজারেরও বেশি ফিলিস্তনি। আন্দোলকারীদের হঠাতে প্রথমে কাদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। পরে এক পর্যায়ে তাদের  দিকে গুলিবর্ষণ করে সেনারা।

১৯৪৮ সালে ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে ইসরায়েল। নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে প্রতি বছর ১৫ মে থেকে আন্দোলন চালিয়ে আসছে ফিলিস্তিনিরা।