খালেদার আদালত পরিবর্তনের আবেদন খারিজ

খালেদার আদালত পরিবর্তনের আবেদন খারিজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুনানি শেষে আজ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ২০ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আদেশ দেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ।

পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালে তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। অপরদিকে এই মামলার ১১ সাক্ষীকে পুনঃজেরা করতে চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে।

আগামী বৃহস্পতিবার ০৯ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।