কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে গণভোট প্রত্যাখ্যান ইরাকের পার্লামেন্টের

কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে গণভোট প্রত্যাখ্যান ইরাকের পার্লামেন্টের

শেয়ার করুন

kurdistanডেস্ক রিপোর্ট:

কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে প্রস্তাবিত গণভোট প্রত্যাখ্যান করেছে ইরাকের পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটিতে গণভোটের বিরুদ্ধে ভোট দেন দেশটির অধিকাংশ এমপি।

এর প্রতিবাদে পার্লামেন্টে ওয়াক আউট করেন কুর্দিস্তানের এমপিরা। ইরাকী পার্লামেন্টের স্পিকার সালিম আল-জাবুরি বলেন, ওই ভোটের মাধ্যমে সরকারকে একটা বার্তা দেয়া হয়েছে। আর তা হচ্ছে, দেশের সংহতি ধরে রাখতে সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।

পার্লামেন্টে ভোটাভুটির আগে এমপি আম্মার তোমা হুঁশিয়ার করে বলেন, অসাংবিধানিক গণভোট দেশের নিরাপত্তা ও সামাজিক সমস্যার সৃষ্টি করবে, যা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।