কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবালসহ চারজন ৭ দিনের রিমান্ডে

কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবালসহ চারজন ৭ দিনের রিমান্ডে

শেয়ার করুন

Cumilla Iqbal remand

।। কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অন্যরা হলেন- একরাম হোসেন, যিনি ঘটনার পরে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন এবং মসজিদের খাদেম ফয়সাল ও হুমায়ুন।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে চারজনকে পুলিশ হাজির করে ১০ দিনের রিমান্ড চায় চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, তারা প্রাথমিকভাবে নানুয়ার দীঘি পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল তাকে কুমিল্লা পুলিশ লাইনসে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড়ের একটি অস্থায়ী মণ্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক হামলা হয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত-বাড়িতে।

পরবর্তীতে কমপক্ষে চারটি সিসিটিভি ক্যামেরায় ইকবালের মণ্ডপের আশেপাশে অসংলগ্ন চলাচল ধরা পড়ে। পুলিশ দু’দিন আগে এই ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করেছে।

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জনের প্রাণহানির ঘটে।