কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করল ট্রাম্প প্রশাসন

কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করল ট্রাম্প প্রশাসন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস থেকে ১৫ জন কূটনীতিককে বহিষ্কর করেছে ট্রাম্প প্রশাসন। হাভানায় মার্কিন দূতাবাসে স্বাস্থ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি হাভানায় কর্মরত বেশ কয়েকজন কূটনীতিক অসুস্থ হয়ে পড়েন, যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, হাভানায় কর্মরত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কিউবা।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার কিউবান দূতাবাস থেকে ১৫ জনকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে অবিচার বলে উল্লেখ করেছেন কিউবার পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি দাবি করেন, স্বাস্থ্যগত জটিলতার কারণ তদন্তে যুক্তরাষ্ট্র যথাযথ সহায়তা করছে না।

অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনীতিকদের নিরাপত্তা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কিউবা।