করোনায় গত একদিনে দেশে আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৮১৮

করোনায় গত একদিনে দেশে আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৮১৮

শেয়ার করুন

khulna pic-1

নিজস্ব প্রতিবেদক।।

করোনায় একদিনে প্রাণ নিলো আরো ২৫ জনের। (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত)। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮১৮ জন। চার মাসের বেশি সময় পর দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নামল। এর আগে সর্বশেষ এক দিনে হাজারের কম রোগী শনাক্ত হয়েছিল ১৭ মে, সেদিন ৬৯৮ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার নির্ণয় হয় ৪ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকল।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৫ জন।

আগের দিন শুক্রবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ২৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।