কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা নেতার লাশ উদ্ধার

শেয়ার করুন
Cox Rohingya।। কক্সবাজার প্রতিনিধি ।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র শীর্ষ নেতা মোহাম্মদ হাসিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।নিহত হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা যায়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে দাপট দেখিয়ে আসছিল হাসিমের। সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ জন হত্যার অন্যতম হুকুমদাতা ছিলেন তিনি। এমনকি যারা তার সঙ্গে চলাফফেরা করে তাদের ওপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতেন।

জানা যায়, এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা তার ওপর ক্ষীপ্ত ছিল এবং তাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।