ঐতিহাসিক সফরে দ. কোরিয়ায় পা রাখলেন কিম

ঐতিহাসিক সফরে দ. কোরিয়ায় পা রাখলেন কিম

শেয়ার করুন

kim at south korea

এটিএন টাইমস ডেস্ক:

বৈঠকে অংশ নিতে ঐতিহাসিক সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে নয়টায় নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুই কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল পানমুনজামে পৌঁছান কিম।

এসময় কিমকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সেখানে হাত মেলান দুই নেতা। পরে পানমুনজামের নিরপেক্ষ এলাকায় স্থাপিত বিশেষ মঞ্চে যান দুই নেতা।

সেখানে তাদের গার্ড অব অনার জানায় দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর একটি দল। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে দশটায় দক্ষিণ কোরিয়ার পিস হাউসে আলোচনায় বসার কথা রয়েছে তাদের। দিনভর বৈঠকের মাঝে নানা আনুষ্ঠানিতার পর সম্ভাব্য চুক্তি স্বাক্ষর করা হবে। এরপর রাতেই একটি যৌথ বিবৃতি আসতে যাচ্ছে বলে বিবিসি জানায়।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ অবসানের ৬৫ বছর পর এবারই প্রথম কোনও উত্তর কোরীয় রাষ্ট্রনায়ক আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছালেন। এর আগে দুই কোরিয়ার নেতারা দুইবার আলোচনায় বসলেও দুইবারই সেই আয়োজন হয়েছিল পিয়ংইয়ং এ।