এলিয়েন নিয়ে যুক্তরাষ্ট্রের মিলিয়ন ডলারের গোপন তথ্য ফাঁস!

এলিয়েন নিয়ে যুক্তরাষ্ট্রের মিলিয়ন ডলারের গোপন তথ্য ফাঁস!

শেয়ার করুন

UFO-alien-spacecraft-spaceship

ডেস্ক রিপোর্ট:

এলিয়েন ও অজ্ঞাত উড়ন্ত বস্তু অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের গোপন গবেষণা চালিয়েছে পেন্টাগন। দেশটির খুব কম সংখ্যক কর্মকর্তা বিষয়টি সম্পর্কে জানতেন। ২০০৭ সালে শুরু করা গবেষণাটি ২০১২ সাল পর্যন্ত চলে।

অ্যাডভান্সড এরোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন নামের গোপন ওই গবেষণাটি অবসরপ্রাপ্ত প্রভাবশালী ডেমোক্রেটিক সিনেটর হ্যারি রেইড শুরু করেন।

গোপনে এই ধরণের কাজ পরিচালনা করায় তিনি লজ্জিত নন। তার মতে এ ধরণের কাজ আগে কেউ করতে পারেনি। ওই গবেষণার জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের খরচ হয়েছে ২০ মিলিয়ন ডলারের বেশি। গবেষণায় এলিয়েন বা ওই সম্পর্কিত বস্তুর কথা বলা হলেও, বিজ্ঞানীদের দাবি, এখন পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণ থাকার সুনির্দিষ্ট সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

সাবেক এক কংগ্রেস সদস্য জানিয়েছেন, আসলে প্রতিদ্বন্দ্বি শক্তিধর দেশ বিশেষ করে চীন ও রাশিয়া প্রযুক্তিগত উন্নয়ন কাজে লাগিয়ে বিশেষ কোনো সিস্টেম তৈরি করে কি না, মূলত সেটি নজরদারি করার জন্যই এই গবেষণা প্রকল্প হাতে নেয়া হয়েছিল।