এবারের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

এবারের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

সাহিত্যে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে সুইডিশ একাডেমি। যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে, আজ এই ঘোষণা দেয় একাডেমি।

এক বিবৃতিতে, সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।

জনমনে আস্থার ঘাটতি থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এই পুরস্কার ঘিরে, এটিই সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটনা। একাডেমির এই সংকটের শিরোমণি ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্ট। সুইডিশ একাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি।

তাঁর বিরুদ্ধে একাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিক জনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠে। অ্যারানাল্টের বিরুদ্ধে এই যৌন নিপীড়নের খবর প্রথম প্রকাশ করে সুইডেনের একটি সংবাদপত্র।