একজন মন্ত্রী ও নতুন প্রতিমন্ত্রীর শপথ

একজন মন্ত্রী ও নতুন প্রতিমন্ত্রীর শপথ

শেয়ার করুন

oath
নিজস্ব প্রতিবেদক :

প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ। সেই সাথে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মন্ত্রিসভার নতুন দুই সদস্যকে শপথ পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। প্রতিমন্ত্রীর সংখ্যা ১৯ থাকলেও এখন মন্ত্রী একজন বেড়ে ২৫ হলো।