উত্তর কোরিয়া প্রথম আঘাত হানলে বেইজিং নিরপেক্ষ থাকবে!

উত্তর কোরিয়া প্রথম আঘাত হানলে বেইজিং নিরপেক্ষ থাকবে!

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ওপর প্রথম আঘাত হানলে বেইজিংয়ের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে লিখেছে, চীনের স্পষ্ট করা উচিত যে, উত্তর কোরিয়া প্রথম হামলা চালালে তারা নিরপেক্ষ থাকবে। তবে যুক্তরাষ্ট্র আগে হামলা চালালে, সরকারের কাছে ‘হস্তক্ষেপ’ প্রত্যাশা করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ওই সম্পাদকীয়তে।

প্রতিবেদনে উত্তর কোরিয়াকে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র আখ্যা দেওয়া হয়েছে। তবে চলমান উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তারা শান্ত রয়েছে।

বারবার পারমাণবিক পরীক্ষার কারণে নিজেদের হতাশা প্রকাশ করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, পরমাণু কর্মসূচী বন্ধে চীনের আরও অনেক কিছু করার ছিলো।