উত্তর কোরিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

উত্তর কোরিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

শেয়ার করুন

S korea

আন্তর্জাতিক ডেস্ক।।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। নতুন বছরে এটি দেশটির প্রথম শক্তিশালী অস্ত্র পরীক্ষা।

স্থানীয় সময় গত বুধবার ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বিবিসির খবরে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম।

উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানাল।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অবস্থান নির্ণয় করতে সময় বেশি লাগে।

এক ভাষণে কিম জং–উন বলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষাক্ষমতা আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাবে। কোরিয়া উপত্যকায় অস্থিতিশীল সামরিক পরিবেশের কারণে পিয়ংইয়ং প্রতিরক্ষাক্ষমতা বাড়াতে চায় বলেও জানান তিনি।

গত বছর উত্তর কোরিয়া বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এর নিন্দা জানিয়েছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টায় কয়েকটি দেশের সঙ্গে কাজ করছে পিয়ংইয়ং। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনও রয়েছে।