উত্তর কোরিয়াকে চাপ প্রয়োগে একমত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়াকে চাপ প্রয়োগে একমত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উত্তর কোরিয়ার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন। সোমবার এক ফোনালাপে দুই নেতা এই সিদ্ধান্ত নেন।

রয়টার্স জানিয়েছে, ঘণ্টাব্যাপী চলা ফোনালাপে মুন ও ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল রাখতে একমত হন। মুন বলেন, উত্তর কোরিয়াকে বোঝানোর কোনও দরকার নেই যে, আলোচনার দরজা খোলা আছে। তাদের পারমাণবিক পরীক্ষা বন্ধ করতেই হবে।

আলাদা এক বিবৃতিতে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিশ্বের অনেক দেশের জন্যই হুমকিস্বরুপ। আগস্টের শেষ দিকে যৌথ সামরিক মহড়া চালানোর কথা রয়েছে দুই দেশের।

গত জুলাই মাসে পিয়ংইয়ং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই নিষেধাজ্ঞায় উত্তর কোরিযার উপর রফতানি নিষিদ্ধ ও বিনিয়োগ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।