উইম্বলডনের নারী এককে প্রথমবারের মত চতুর্থ রাউন্ডে জোহানা

উইম্বলডনের নারী এককে প্রথমবারের মত চতুর্থ রাউন্ডে জোহানা

শেয়ার করুন

JohannaKonta2701এটিএন টাইমস ডেস্ক:

কষ্টার্জিত জয়ে উইম্বলডনের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে অ্যান্ডি মারে, তবে সহজ জয় রাফায়েল নাদালের। আর নারী এককে প্রথমবার চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন জোহানা কন্তা।

কঠোর পরিশ্রম আর বুদ্ধিদীপ্ত কৌশলে ক্যারিয়ারে প্রথম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন জোহানা কন্তা। প্রতিপক্ষ সাকারির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন ষষ্ঠ বাছাই কন্তা। অন্য কোর্টে শুরুতে হোচট খান সদ্য মা হওয়া ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম সেটে ব্রিটিশ ওয়াটসনের কাছে হেরে যান তিনি।

তবে দ্বিতীয় ও তৃতীয় সেট ৬-১ ও ৬-৩ গেমের ব্যবধানে জিতে শেষ ষোলতে উঠেন বেলারুসের টেনিস কন্যা। এদিকে পুরুষ এককে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে কোর্টে নামার আগে হয়ত ভাবেন নি এমন শক্ত প্রতিদ্বন্দীর মুখোমুখি হতে হবে তাকে। প্রথম সেট সহজেই পার পান মারে।

দ্বিতীয় সেট জিতে সমতায় ফেরেন ইতালির ফগনিনি। পরের সেটে এগিয়ে যান ব্রিটিশ মারে। তবে লড়াইটা জমে উঠে চতুর্থ সেটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৫ ব্যবধানে জিতে স্বস্তির নিশ্বাস ফেলেন অ্যান্ডি মারে। অন্যদিকে খাচানোভকে ৩-০ সেটের ব্যবধানে হারিয়েছেন নাদাল।