ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত দুই ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত দুই ফিলিস্তিনি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

গাজা উপত্যকার পূর্ব সীমান্ত সংলগ্ন এলাকায় শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন শতাধিক। ইন্তিফাদা বা প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনিরা।

এ সময় ইসরায়েলি বাহিনী বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির পর ১৫ ডিসেম্বর ছিল দ্বিতীয় শুক্রবার।

এদিন ট্রাম্পকে নিন্দা এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী উল্লেখ করে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনিরা। এসময় ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিরা ইন্তিফাদার অন্যতম হাতিয়ার পাথর আর গুলতি নিয়ে রাস্তায় নেমে পড়ে।