ইসরায়েলি বাহিনীর ছোঁড়া কাঁদুনে গ্যাসে ১৮ মাস বয়সী শিশু নিহত

ইসরায়েলি বাহিনীর ছোঁড়া কাঁদুনে গ্যাসে ১৮ মাস বয়সী শিশু নিহত

শেয়ার করুন

israel gasএটিএন টাইমস ডেস্ক:

ইসরায়েলি বাহিনীর ছোঁড়া কাঁদুনে গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছে ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু। দুই মাস অসুস্থ থাকার পর শুক্রবার মারা যায় শিশুটি। পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিতে ইসরায়েলি বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই শিশুর নাম আব্দুল রহমান বারঘুতি। মে মাসে গ্যাস হামলার শিকার হওয়ার পর তাদের পশ্চিম জেরুজালেমের হাদাসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চলতি বছরের ১৯ মে, ইসরায়েলে আটক ১৩০০ ফিলিস্তিনি বন্দির পক্ষে পশ্চিম তীরে আন্দোলন শুরু হয়। তখনই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িতে কাঁদুনে গ্যাস ছুঁড়ে। সেই গ্যাসেই অসুস্থ হয়ে পড়ে আব্দুল রহমান।

সেসময় গুলিও চালায় ইসরায়েলিরা। চলতি বছরে এই নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ৩৬ জন শিশু মারা গেল। সহিংসতা ফিলিস্তিনিদের হাতে প্রাণ হারিয়েছেন ৮ ইসরায়েলি নাগরিকও।