ইরাকে করোনা ওয়ার্ডে আগুন, ৯২ জনের প্রাণহানি

ইরাকে করোনা ওয়ার্ডে আগুন, ৯২ জনের প্রাণহানি

শেয়ার করুন
Screenshot (283)
ছবি- সিএনএন

 

।। এটিএন টাইমস আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরাকের একটি হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আগুনে প্রাণহানীর সংখ্যা বাড়ছে। সবশেষ খবরে ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
ওই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের ১৩ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন নাসিরিয়া আদালত। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে। সোমবার রাতে ইরাকের নাসিরিয়া শহরের আল-হুসেন হাসপাতালের ‘কোভিড আইসোলেশন ওয়ার্ডে’ আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পরে সোমবার শেষ রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অক্সিজেনের সিলিন্ডার ট্যাঙ্ক থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানানো হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি এক বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এব্ং সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত এপ্রিলে রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৮২ রোগীর মৃত্যু হয়।