ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে আকস্মিক ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে আকস্মিক ড্রোন হামলা

শেয়ার করুন

Iraq PM।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত মাসে হওয়া ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে বাগদাদে শুরু হওয়া প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর হামলার এ ঘটনাটি ঘটল।

তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি দূতাবাস ও সরকারি অনেক দপ্তরের ভবন আছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।

সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরান-সমর্থকরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেন গত ১০ অক্টোবর ভোট জালিয়াতির অভিযোগ এনে। সেই ঘটনার সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।

স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের আওয়াজ পান তারা। এর পরপরই গুলির আওয়াজ। পরে বিষয়টি স্পষ্ট হয়। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে ওই এলাকায়।