ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন, কমপক্ষে ৪০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন, কমপক্ষে ৪০ জনের মৃত্যু

শেয়ার করুন

indo

আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪০ জন বন্দী নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বন্দি রাখা হয়েছিল। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লেগে ভেতরের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারা কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।