ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

শেয়ার করুন

df31312b1e90443589d625acb5c29f17_18

বিশ্বসংবাদ ডেস্ক :

সরকারবিরোধী বিক্ষোভে ইথিওপিয়ার গন্দার অঞ্চলে পুলিশের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী আদ্দিস আবাবায় সমাবেশ থেকেও বেশ কজন প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ।

অর্থনৈতিক ও জাতিগত বৈষম্যের প্রতিবাদে দেশটিতে আন্দোলন চলছে। তারই ধারাবহিকতায় আদ্দিস আবাবা থেকে ৭’শ কিলোমিটার দক্ষিণের আমহারা জনগোষ্ঠী অধ্যুষিত গন্দার অঞ্চলে শনিবার চারজন এবং আগেরদিন আরো দু’জন নিহত হন।

এদিকে ওরোমো জনগোষ্ঠীর পাঁচ শতাধিক প্রতিবাদকারীও আদ্দিস আবাবায় সমাবেশ করেন। এসময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সমাবেশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। সমাবেশে প্রতিবাদকারীরা রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়ে স্লোগান দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবাদ সমাবেশে নিরস্ত্র মানুষদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে। এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম দেসালেন আন্দোলনকে ‘জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ’ উল্লেখ করে বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।