ইউরোপা লিগের ফাইনালে অ্যাটলেটিকো

ইউরোপা লিগের ফাইনালে অ্যাটলেটিকো

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে। অন্যম্যাচে সালজবুর্গ ২-১ এ মার্শেইকে হারিয়েও সেরা দুইয়ের লড়াইয়ে যেতে পারেনি।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে, ফাইনালের পথটা অনেকটাই মসৃণ ছিলো অ্যাটলেটিকোর জন্য।

মসৃণ সেই পথের পাড়ি, অ্যাটলেটিকো দিয়েছে দিয়েগো কস্তায় ভর করে। নিজেদের মাঠে, আর্সেনালের বিপক্ষে অ্যাটলেটিকো আক্রমনাত্বক ছকে খেলেছে। শুরুতে গোলের সুযোগ নষ্ট হলেও, লিড নেয় অ্যাটলেটিকোই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দিয়েগো কস্তার গোলে স্বাগতিকদের লিড। শুধু লিড নয়, ঐ গোলই অ্যাটলেটিকোকে ফাইনাল নিশ্চিত করিয়েছে।

গানারদের ম্যাচে ফেরার সব চেস্টা ব্যর্থ হয়, অ্যাটলেটিকো রক্ষণভাগের সৌজন্যে। গোলরক্ষক ওবলাকও বাঁচিয়েছেন কয়েকবার। গত সপ্তাহে আর্সেনালে সঙ্গে ২২ বছরের সম্পর্কে দাঁড়ি দেয়ার ঘোষণা দিয়েছেন ওয়েঙ্গার। বিদায়টা শুন্য হাতেই হলো, ফরাসি এই কোচের। আপাতত ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ভাবছেন না তিনি।

এদিকে, অষ্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ নিজেদের মাঠে জিতেও, ফাইনালে না যাওয়ার হতাশায় পুড়েছে। প্রথমার্ধে গোলশুন্য ড্র ম্যাচে ৫৩ মিনিটে এগিয়ে যায় সালজবুর্গ।
১২ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের।

ম্যাচের ইনজুরি টাইমে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি মার্শেই। তবে, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে যায় মার্শেই। ১৭ মে ফরাসি ক্লাবে শিরোপার জন্য লড়বে অ্যাটলেটিকোর বিপক্ষে।