আশুলিয়ায় চাঁদা না পেয়ে হামলার ঘটনায় আটক ৫

আশুলিয়ায় চাঁদা না পেয়ে হামলার ঘটনায় আটক ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দশ লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি ইলেকট্রনিক্স ও ফার্ণিচারের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট এর ঘটনায় পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানার এস আই মাসুদ রানা।

আটককৃত পাঁচ সন্ত্রাসী হলো আউকপাড়া এলাকার সাদ্দাম, রফিক, মনির, দুলাল এছাড়া একজনের নাম জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ১ ডিসেম্বর রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে মেসার্স মোল্ল্যা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্ণিচারে এ হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসী সাদ্দাম ও তার সঙ্গিরা। সন্ত্রাসীরা এ সময় একজনকে কুপিয়ে ও দুই জনকে পিটিয়ে আহত করেছিলো। পরে এঘটনায় ব্যবসায়ী আবু সুফিয়ান মিঠু সাদ্দামকে প্রধান আসামীকরে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।