আমরণ অনশন ভেঙ্গেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

আমরণ অনশন ভেঙ্গেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

শেয়ার করুন

non-mpo-teachers-daily-sunনিজস্ব প্রতিবেদক :

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের অনুরোধে আমরণ অনশন ভেঙেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষকদের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত হয়ে অনুরোধ করলে তাঁরা অনশন ভাঙেন। এ সময় তারা শিক্ষকদের আশ্বস্ত করে জানান, প্রধানমন্ত্রী সংসদে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। সমস্যার দ্রুত সমাধান হবে। এরপর অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষক-কর্মচারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী। দেশের স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন থেকে আমরণ অনশন করে আসছিলেন এই শিক্ষক-কর্মচারীরা। এর আগে গত ১০ জুন থেকে একই জায়গায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।