আবার প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান: আপন ভুবনে শিক্ষার্থীরা

আবার প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান: আপন ভুবনে শিক্ষার্থীরা

শেয়ার করুন

narail

নিজস্ব প্রতিবেদক।।
প্রায় দেড় বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠলো সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে স্কুলে ভিড় করছে শিক্ষার্থীরা। এসময় দীর্ঘদিন পর প্রিয় সতীর্থ ও বন্ধু-বান্ধবদের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। এ যেন এক আনন্দের মুহূর্ত। করোনা মহামারির কারণে দীর্ঘ অনাকাঙ্ক্ষিত বিরতির অবসান ঘটলো আজ। প্রাণহীন শিক্ষাঙ্গনে আবার লেগেছে প্রাণের ছোঁয়া। তবে মেডিকেল কলেজগুলো খুলবে আগামীকাল সোমবার।

শিক্ষকরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে এই নিয়ম মানতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ক্লাস শুরুর পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন ক্লাস করতে হবে। মাধ্যমিক পর্যায়ে যেদিন যে শ্রেণির ক্লাস থাকবে, সেদিন ওই শ্রেণির সর্বোচ্চ দুটি ক্লাস হবে। প্রাথমিকে ক্লাস হবে দিনে তিনটি করে । প্রাক্-প্রাথমিক স্তরে সশরীর ক্লাস বন্ধ থাকবে।