আবারও পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ

আবারও পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আবারো বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশকে করতে হবে ৩৭০ রান। সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকা হাশিম আমলার অভাব বুঝতেই দেননি ডি কক ও বাভুমা। ইস্ট লন্ডনের এই ম্যাচেও ওপেনিংয়ে প্রোটিয়াদের সেঞ্চুরি রানের পার্টনারশিপ হয়।

বাভুমা ৪৮ রানে মিরাজের শিকার হলে ১১৯ রানে ওপেনিং জুটি ভাঙে। ব্যক্তিগত ৭৩ রানে ডি ককও ফেরেন মিরাজের শিকার হয়ে। এরপর অভিষিক্ত মার্করামকে নিয়ে ওভার প্রতি রান রেট ছয়’এর ওপরেই রাখে ডুপ্লেসিস। দুই ব্যাটসম্যানই তুলে নেন ফিফটি। ব্যাক্তিগত ৯১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডুপ্লেসিস।

এরপরই ৬৬ রানে রান আউট হন মার্করাম। ডি ভিলিয়ার্স ২০ রানে আইট হলেও, বেহারডিনের অপরাজিত ৩৩ এবং পেসার রাবাদার ১১ বলে ২৩ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৬ উইকেটে ৩৬৯ রান। তাসকিন আহমেদ ৭ ওভারে ৬৬ রানে নিয়েছেন ২ উইকেট।