আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির ছয় মাসের জন্য নিষিদ্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির ছয় মাসের জন্য নিষিদ্ধ

শেয়ার করুন

1514475306স্পোর্টস ডেস্ক :

শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে জাতীয়ে দলের ব্যাটসম্যান সাব্বির রহমানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া মোসাদ্দেক হোসেনকে সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি।

সাম্প্রতিক সময়ে নানা কর্মকাণ্ডের জন্য সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতকে শনিবার ডাকে বিসিবির ডিসিপ্লিনারী কমিটি। পরে তাদের শুনানি হয়। বোর্ড তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়।

পরে বিসিবির ডিসিপ্লিনারী কমিটি সাব্বিরকে ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। ভবিষ্যতে আবারও এ ধরনের কাজ করলে আরো বড় শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে ডিসিপ্লিনারী কমিটি। কমিটি জানিয়েছে নিজের কাজের জন্য সাব্বির অনুতপ্ত। এছাড়া কমিটি মোসাদ্দেক হোসেনকেও সতর্ক করে দিয়েছে।

বিসিবি সভাপতি অনুমোদন দিলে রোববার থেকেই সাব্বিরের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে ক্রিকেটারদের লাগামহীন জীবনযাপন নিয়ন্ত্রণ করতে জরুরি বৈঠকে বসে বিসিবি। এরই অংশ হিসেবে মাঠের বাইরে ক্রিকেটারদের সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত করতে একজন মনোবিদ নিয়োগের পরিকল্পনা নিয়েছে বিসিবি।